top of page
Search
Writer's pictureHR Admin

Central Silk Board Group Recruitment 2023


ভারত সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ টেক্সটাইল অর্থাৎ সেন্ট্রাল (কেন্দ্রীয়) সিল্ক বোর্ড থেকে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক স্থায়ী শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

প্রথমেই জানিয়ে রাখি, এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরাই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার নিরিখে আবেদন করতে পারবে। সবাইকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এক্ষেত্রে কি কি পদে নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।



নোটিশ নম্বরঃ CSB/09/2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সেন্ট্রাল সিল্ক বোর্ডে নিয়োগের বিস্তারিত তথ্য (Central Silk Board Recruitment Details)

(1) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (Assistant Director)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 10 অনুযায়ী 56,100 টাকা থেকে 1,77,500 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চ্যাটারড একাউন্টেন্ট বা কস্ট একাউন্টেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা কমার্স বিষয়ে ডিগ্রি পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।



মোট শূন্যপদঃ 4 টি।

(2) পদের নামঃ কম্পিউটার প্রোগ্রামার (Computer Programmer)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স বা সাইন্স বা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিকস বা কমার্স ইকোনোমিক্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।



বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(3) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (Assistant Superintendent)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান অ্যাকাউন্টস বা অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 30 টি।



(4) পদের নামঃ স্টেনোগ্রাফার গ্রেড 2 (Stenographer Grade II)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 4 টি।



(5) পদের নামঃ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (Library Assistant)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স বিষয়ে ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 2 টি।

(6) পদের নামঃ জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 5 টি।



(7) পদের নামঃ জুনিয়র ট্রান্সলেটর (Junior Translator)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজি বা হিন্দি বিষয়ে মাস্টার্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 4 টি।



(8) পদের নামঃ আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং যথেষ্ট টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 85 টি।

(9) পদের নামঃ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistant)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও সাইন্সে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।



(10) পদের নামঃ কুক (Cook)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 2 টি।



আবেদন পদ্ধতি

কেন্দ্রীয় সিল্ক বোর্ড থেকে প্রকাশিত ওপরের উপরের সমস্ত পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য যা যা করতে হবে তা নিচে আলোচনা করা হলো।

  1. প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.ibpsonline.ibps.in এ প্রবেশ করতে হবে।

  2. এরপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

  3. এরপরে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদনপত্রটি সামনে চলে আসবে।

  4. এরপরে আবেদনপত্রটি নির্দিষ্ট পদ অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে।

  5. আবেদনপত্র পূরণের পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ বুড়ো আঙ্গুলের ছাপ ও নিজের সই স্ক্যান করে আপলোড করতে হবে।

  6. সবশেষে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।



আবেদন ফি

এখানে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 1000 টাকা ও OBC ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন কি নেওয়া হবে না।

আবেদন শেষ

16/01/2023 (16 জানুয়ারি 2023)

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇

✅ SEA Whatsapp গ্রুপে জয়েন হোনClick Here

✅ Telegram ChannelJoin Now

✅ YouTube Channel Join Now



✅অফিসিয়াল ওয়েবসাইটClick Here

✅ অফিসিয়াল নোটিশDownload

✅ আবেদন করুনApply Now


237 views0 comments

Comentarios


bottom of page