top of page
Search
Writer's pictureHR Admin

Durgapur Project Limited Recruitment 2023



পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (Durgapur Project Limited) থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারী প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের অন্তর্গত 23 টি জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে কি কি পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, বয়স কত দরকার, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, নিয়োগ কিভাবে হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। Durgapur Project Limited Recruitment 2023

আবেদনের মাধ্যমঃ আবেদন করতে হবে না, ইন্টারভিউয়ের দিন সরাসরি উপস্থিত হতে হবে।

যেসমস্ত পদে নিয়োগ করা হবে:

(1) পদের নামঃ সেফটি অফিসার (Safety Officer)

(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার (Assistant Mine Manager)

চাকরির বেতন: উপরের দুই পদের জন্য প্রতিমাসে 66,000 টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এর সঙ্গে ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমাঃ দুই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।


নিয়োগ পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের সময়ঃ 11.30 AM

ইন্টারভিউয়ের তারিখঃ 30.01.2023 (30 জানুয়ারি 2023)

ইন্টারভিউয়ের ঠিকানাঃ The General Manager(HR&A), DPL, Administrative Building, Dr. B. C. Roy Avenue, Durgapur – 713 201, Dist. Paschim Bardhaman

আবেদন পদ্ধতি: এখানে আলাদাভাবে কোনোরকম আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে। এর জন্য কি কি করতে হবে তা নিচে উল্লেখ করা হলো। (1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে। (2) অফিসিয়াল বিজ্ঞপ্তি 3 নম্বর পেজে অবস্থিত আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে। (3) এরপরে যে পদের জন্য আবেদন করছেন সেই পদ অনুযায়ী আবেদন পত্রটিকে ভালোভাবে পূরণ করতে হবে। (4) আবেদপত্রপূরণ করে নেবার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স করতে হবে এবং তার ওপর সই করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। (5) সবশেষে ইন্টারভিউয়ের দিন আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লিখিত ঠিকানায় উপস্থিত হতে হবে।


গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇👇👇 অফিসিয়াল ওয়েবসাইট- Click Here অফিসিয়াল নোটিশ- Download

✅ SEA Whatsapp গ্রুপে জয়েন হোনClick Here


✅ Telegram ChannelJoin Now


✅ YouTube Channel Join Now

1,212 views0 comments

Comments


bottom of page