top of page
Search

গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬,৬৫২টি শূন্যপদে নিয়োগ শুরু হল, Gram Panchayat Online Apply Process 2024

Writer's picture: HR AdminHR Admin





Gram Panchayat Online Apply Process 2024 – পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। গ্রাম পঞ্চায়েত দপ্তর গুলিতে নতুন করে ৬,৬৫২টি শূন্য পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবেন। বহু অপেক্ষার পরে গ্রাম পঞ্চায়েত দপ্তর গুলিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।



গ্রাম পঞ্চায়েত দফতরে চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য কোন ওয়েবসাইট প্রথমে ভিজিট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে। Gram Panchayat Online Apply Process 2024


শিক্ষাগত যোগ্যতা = এখানে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে এখানে আবেদন শুরু হয়েছে।


আবেদন পদ্ধতি = চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই প্রতিবেদনের নিচে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে চাকরিপ্রার্থীরা খুব সহজে অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন।



মোট শূন্যপদ = গ্রাম পঞ্চায়েত দফতরে মোট ৬,৬৫২টি শূন্য পদে বিভিন্ন স্তরে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন ফি = এখানে ৬৬৫২টি শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বিনামূল্যে আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত তথ্য জানার জন্য বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।



নিয়োগ প্রক্রিয়া = অনলাইনে আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের সর্ব প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন সিলেবাস রয়েছে আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনের নিচে সিলেবাসের লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে বিভিন্ন পোস্টে সিলেবাস দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।


বয়স সীমা = গ্রাম পঞ্চায়েত স্তরে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেভাবে বয়সে ছাড় থাকে সেভাবে ছাড় দেওয়া হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




প্রয়োজনীয় লিঙ্ক


Online Apply

Notification

 



















1,403 views0 comments

Recent Posts

See All

Banking & RM Job in West Bengal

Company Name: Axis Bank (Female), Paytm (All district) Gramin Credit (Birbhum) Payroll: Company On-roll Job Post: Relationship Manager...

West Bengal Jute Mill Recruitment

Company Name: WB Jute Mill Payroll: Company On-roll Job Post: Spinning operator Qualification; 10th pass or above Salary: Rs.10000/-...

Fusion Back Office Job

Company Name: Fusion Post: Customer Relationship Executive Location :- Kolkata, Bardhaman, Durgapur, Kalyani Duty :- 8hr, 26 days...

Comments


Durgapur, Paschim Bardhaman, Westbengal 

© created on 2015 by Santiniketan Educational Academy.

bottom of page