top of page
Search

অবিবাহিত ছেলে-মেয়েদের জন্য নৌবাহিনীতে চাকরি, অনলাইনে আবেদন করুন | Indian Navy Executive Branch



ভারতীয় নৌবাহিনী অর্থাৎ Indian Navy-র তরফ থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো। অনেকগুলি শূন্যপদে ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে এক্সিকিউটিভ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমগ্র ভারতের জন্য ভ্যাকান্সি থাকায় এখানে আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।



শুধু তাই নয় ছেলে এবং মেয়ে সকলেই এতে আবেদন করতে পারবে। তবে আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত (Unmarried) হতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ইন্ডিয়ান নেভি থেকে প্রকাশিত এই নিয়োগের ক্ষেত্রে কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য গুলি এক এক করে নিচে থেকে জেনে নিন।

Indian Navy Executive Branch Recruitment for Unmarried



নোটিশ প্রকাশের তারিখঃ 21.01.2023


আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


ভারতীয় নৌবাহিনীর Executive ব্র্যাঞ্চে নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

SSC এক্সিকিউটিভ – ইনফরমেশন টেকনোলজি (SSC Executive Information Technology)


শিক্ষাগত যোগ্যতা

যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 60 শতাংশ নম্বর সহ কম্পিউটার সাইন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার সিস্টেম বা সাইবার সিকিউরিটি সিস্টেম বিষয়ে M.Sc বা BE/B.Tech/M.Tech পাশ পাশ করে থাকতে হবে।



আবেদনের জন্য বয়সসীমা

আবেদনকারী প্রার্থীর জন্ম 02.07.1998 তারিখ থেকে 01.01.2004 তারিখের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।


মোট শূন্যপদ

সব মিলিয়ে এখানে সর্বমোট 70 টি শূন্যপদে নিয়োগ করা হবে।


প্রশিক্ষণের সময়সীমা (Training Period)

এখানে আবেদনকারী প্রার্থীদের 2 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।


নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টেড করে নিয়োগ করা হবে।



অনলাইন আবেদন প্রক্রিয়া

ইন্ডিয়ান নেভির তরফ থেকে প্রকাশিত উপরের এই পদের চাকরির জন্য সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে তা নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো।

(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

(3) এরপরে লগইন করে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী অনলাইন আবেদন করার পেজ ওপেন করতে হবে।

(4) তারপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।

(5) আবেদনপত্র পূরণ করার সময়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

(6) সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।


গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ21.01.2023আবেদন শুরু21.01.2023আবেদন শেষ05.02.2023


গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇👇👇

✅ অফিসিয়াল ওয়েবসাইট-Click Here


অফিসিয়াল নোটিশ-Download

আবেদন করার লিংক-Click Here


✅ SEA Whatsapp গ্রুপে জয়েন হোনClick Here


✅ Telegram ChannelJoin Now


✅ YouTube Channel Join Now



164 views0 comments

Comentarios


bottom of page