WB Post Office GDS Recruitment 2023: পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ (GDS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। যারা মাধ্যমিক পাস করে বসে রয়েছেন তাদের জন্য নিজের জেলার পোস্ট অফিসে চাকরির ভালো সুযোগ হতে চলেছে।
এই প্রতিবেদনের শেষে আমরা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন করার লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
তবে আবেদন করার আগে অবশ্যই নিয়োগের বিস্তারিত তথ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্ট অফিসে কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতার ঠিক কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে জেনে নিন।
WB Post Office GDS Recruitment 2023
নোটিশ প্রকাশের তারিখ: 27/01/2023
আবেদনের মাধ্যম: অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্ট অফিসে GDS নিয়োগের তথ্য
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)
(2) গ্রামীণ ডাক সেবক (GDS)
চাকরির মাসিক বেতন:
(1) ব্রাঞ্চ পোস্টমাস্টার- প্রতি মাসে 12,000 থেকে 29,380 টাকা
(2) গ্রামীণ ডাক সেবক- প্রতি মাসে 10,000 থেকে 24,470 টাকা।
চাকরির জন্য বয়স:
গ্রামীণ ডাক সেবক (GDS) এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে।
বয়সের ছাড়:
সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণীরা 5 বছরের, OBC শ্রেণীরা 3 বছরের, PWD শ্রেণীরা 10 থেকে 15 বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
শুধুমাত্র মাধ্যমিক পাস (Madhyamik Pass) হলেই আবেদন করা যাবে।
অন্যান্য যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।
সেইসাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া:
(1) ইন্ডিয়ান পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদন করার সময় অবশ্যই আবেদনকারীকে তার জেলার কোন কোন পোস্ট অফিসে ভ্যাকান্সি রয়েছে সেটি নিশ্চিত করে দেখে নিতে হবে।
(3) তারপর কোন পোস্ট অফিসের চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক সেটি নির্বাচন করে এবং অনলাইনে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(4) আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
অনলাইন আবেদন ফি:
অনলাইনে আবেদন করার সময় 100 টাকা আবেদন ফি জমা করতে হবে।
ST, SC, PWD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি জমা করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ তারিখ:
নোটিশ প্রকাশ: 27.01.2022 (27 জানুয়ারি 2023)
আবেদন শুরু: 27.01.2022 (27 জানুয়ারি 2023)
আবেদন শেষ: 16.02.2023 (16 ফেব্রুয়ারি 2023)
✅ GDS অফিসিয়াল নোটিশ-Download
✅ SEA Whatsapp গ্রুপে জয়েন হোনClick Here
✅ Telegram ChannelJoin Now
✅ YouTube Channel Join Now
Comments