top of page
Search
Writer's pictureHR Admin

WB Supervisor Recruitment 2023 পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন শিশু সুরক্ষা বিভাগে চাকরির বিজ্ঞপ্তি

Updated: Sep 9, 2023


District Level Units :

এক সঙ্গে ২১ টি জেলায় নিয়োগ হবে। ২১ টি জেলার নাম দেখুন।


‘Category A’ :- Darjeeling/ Kalimpong /Jalpaiguri/ Cooch Behar/ Alipurduar/Uttar Dinajpur / Dakshin Dinajpur /Malda/ Nadia/Purulia/Bankura/Paschim Bardhaman /Purba Bardhaman/Birbhum/ Hooghly /Kolkata/ Paschim Medinipur/ Howrah

Category B’ :- Murhidabad/ North 24 Parganas/South 24 Parganas




পদের নাম – Child Helpline Supervisor


বয়স সীমা – চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪৫ বছর ।


শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট তার সাথে কম্পিউটার সাইন্স, সোশ্যাল ওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিটি সোশিয়লজি, সোশ্যাল সাইন্স এই সব কমপ্লিট থাকতে হবে।


বেতন সীমা – এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে বেতন থাকবে ১৮,৫৩৬ টাকা। এবং ইন্সুরেন্স থাকবে ৩৩০ টাকা।

পদের নাম – Case Worker


বয়স সীমা – ক্যাস ওয়ার্কার পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪৫ বছর ।


শিক্ষাগত যোগ্যতা – Case Worker পদে আবেদন শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস।যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে।


বেতন সীমা – এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে বেতন থাকবে ১২০০০ টাকা। ইন্সুরেন্স থাকবে ৩৩০ টাকা।



পদের নাম – Counselor (কাউন্সিলর)


বয়স সীমা – কাউন্সিলর পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪৫ বছর।


শিক্ষাগত যোগ্যতা – কাউন্সিলর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রেজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, পাবলিক হেলথ, অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন।


বেতন সীমা – এই পদে আবেদন করার জন্য প্রতি মাসে বেতন থাকবে ১৮,৫৩৬ টাকা। তার সাথে ইন্সুরেন্স ৩৩০ টাকা।

পদের নাম – Project Coordinator


বয়স সীমা – প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে বয়স লাগবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা – প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়ে, সাইকোলজি, গ্রাজুয়েশন কমপ্লিট, বিভিন্ন যোগ্যতা লাগবে আপনারা বিজ্ঞপ্তি করে দেখতে পারেন।


বেতন সীমা – প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে চাকরি হলে প্রতি মাসে বেতন থাকবে ৩৫,০০০ টাকা। ইন্সুরেন্স থাকবে ৩৩০ টাকা।

পদের নাম – Child Helpline Administrator


বয়স সীমা – চাকরি প্রার্থীদের অবশ্যই এই পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪৫ বছর।


শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে Masters in Law/ Social Work/Sociology/SocialScience /Psychology.


বেতন সীমা – এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে বেতন হবে ৩৫,০০০ টাকা । সাথে ইন্সুরেন্স থাকবে ৩ ৩০ টাকা।



নিয়োগ পদ্ধতি – এই পদ গুলিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে। তার সাথে কম্পিউটার টেস্ট নেওয়া হবে যে পোস্টে কম্পিউটার থাকবে। তার পর ইন্টারিউয়ের মাধ্যমে নিয়োগ করা। এখানে দুটি ধাপে নিয়োগ হবে A, ক্যাটাগরি B,ক্যাটাগরি , বাকি সমস্ত তথ্য নোটিশ ডাউনলোড করে সম্পূর্ণ ভালোভাবে পড়ে আবেদন করবেন।


আবেদন শুরু তারিখ – ০৭/০৮/২০২৩

আবেদনের শেষ তারিখ – ২১/০৮/২০২৩


আবেদন পদ্ধতি – চাকরি প্রার্থীদের অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।নিচে ওয়েবসাইট রয়েছে সেখানে ক্লিক করে অনলাইনে আবেদন করুন।অনলাইনে আবেদন করার আগে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো দেখে আবেদন করবেন



প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।


To stay updated with our recent job vacancies join our channel:- Join Telegram

Join our YouTube community here :- Join Youtube

Download Admit Card - Click Here


Online Apply – Click Here

3,768 views0 comments

Comments


bottom of page